বাংলারজমিন
ময়মনসিংহ-২ আসনে প্রতিমন্ত্রীসহ ৩ জনের মনোনয়নপত্র জমা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারময়মনসিংহ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীসহ ৩ জনের মনোনয়নপত্র গতকাল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন। ময়মনসিংহ-২ আসনের তারাকান্দা উপজেলা থেকে মোট ৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শরীফ আহমেদ, জাতীয় পার্টি- জেপি থেকে শেখ আলাউদ্দিন, ইসলামী ঐক্য জোট থেকে মুহাম্মদ তৈয়োব হোসাইন, স্বতন্ত্র থেকে মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ মনোয়ার হোসেন খান পাঠান ও মো. আনোয়ার হোসাইন প্রার্থী হয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনোয়ার হোসেন খান পাঠান ও মো. আনোয়ার হোসাইন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন তুললেও জমা দেননি। স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন খান পাঠান ও মো. আনোয়ার হোসেনের স্থায়ী ঠিকানা ফুলপুর উপজেলা হলেও তারা তারাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন।