বাংলারজমিন
ফুলপুর হাসপাতালে রোগী দেখেন নৈশপ্রহরী
মো. মিজানুর রহমান আকন্দ, ফুলপুর (ময়মনসিংহ) থেকে
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে হাসপাতালের নৈশপ্রহরী খোকনের বিরুদ্ধে রোগী দেখার অভিযোগ উঠেছে। সরজমিন নৈশপ্রহরী খোকনের রোগী দেখার সত্যতা মিলেছে। কখনো গলায় ডাক্তারি স্ফিগমোম্যানোমিটার ঝুলিয়ে রোগীদের প্রেসার পরীক্ষা করছেন। কখনো আবার সরকারি রেজিস্ট্রারে রোগীদের নাম এন্ট্রি করছেন। আবার কখনো কখনো নিজ হাতেই রোগীদের চিকিৎসাপত্র লিখে দিচ্ছেন। এমনকি রোগীদের সেলাই, ব্যান্ডেজ ও প্লাস্টার দেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
নৈশপ্রহরী খোকনের দাবি, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় নৈশপ্রহরীরাই রোগীদের জরুরি চিকিৎসাসেবা দিয়ে থাকেন। সরকারি নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালটিতে এভাবেই নিয়মিত রোগী দেখা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নৈশপ্রহরী খোকন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ূন কবীর বলেন, নৈশপ্রহরী খোকনকে শোকজ করা হয়েছে। প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, বিষয়টি আমি দেখছি।