বাংলারজমিন
উন্নয়নের প্রতি আস্থা রেখে জনগণ নৌকায় ভোট দেবে- এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এদেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার হাতেই বাংলাদেশ এখন উন্নত-সমৃদ্ধ। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও জনগণ বাংলাদেশের উন্নয়নের প্রতীক আওয়ামী লীগের প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দেবে। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনামিকা নজরুলের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এমপি শাওন বলেন, এ পর্যন্ত দেশ ও জনগণের যত উন্নয়ন হয়েছে তা কেবল আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়েই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিকও হবে স্মার্ট। এর আগে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।