বাংলারজমিন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁয়ে ৭ জন টেঁটাবিদ্ধসহ আহত ১০
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারএলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল নুনেরটেকে দু’পক্ষের মারামারিতে ৭ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকালে নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সম্প্রতি নুনেরটেক এলাকায় লালপুরী দরবার শরিফে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশে নুনেরটেকের শুক্কুর আলী গ্রুপের লোকজনের সঙ্গে হাশেম গ্রুপের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে শুক্কুর আলী গ্রুপের লোকজন আকস্মিকভাবে হাশেম গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে হাশেম গ্রুপের ৭ জন টেঁটাবিদ্ধসহ আহত হয় ১০ জন। এদের মধ্যে রমিজউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে থেকে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আবুল হাশেম জানান, যারা আমাদের লোকজনের ওপর হামলা করেছে তারা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বিনা কারণে তারা আমাদের নিরীহ লোকজনের ওপর টেঁটা নিয়ে হামলা করেছে। এদের মধ্যে ৭ জন টেঁটাবিদ্ধ হয়েছে। রমিজউদ্দিনের বুকে টেঁটাবিদ্ধ হয়েছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক।
সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার নুনেরটেক এলাকায় শুক্কুর গ্রুপের হামলায় হাশেম গ্রুপের ৭ জন টেঁটাবিদ্ধ হয়েছে। এদের মধ্যে রমিজউদ্দিনের (৫২) অবস্থা আশঙ্কাজনক। রমিজউদ্দিনসহ মোসলেউদ্দিন (৪২), স্বপন মিয়া (৩০), বাহারউদ্দিন (৩০), চান বাদশা (৪৫) ও মোক্তার (৩০)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউসুফ আলী (৭০)কে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বর্তমানে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।