ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

স্কুল প্রতিষ্ঠার তিন বছর আগে নিয়োগ পাওয়া শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

ঝিনাইদহ প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

‘স্কুল প্রতিষ্ঠা ২০১০ সালে আর শিক্ষক নিয়োগ ২০০৭ সালে’ শিরোনামে গত ২২শে নভেম্বর মানবজমিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নজরে পড়ে। এরপর সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই তদন্তের উদ্যোগ নেয়। 
গতকাল তিনজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ওই শিক্ষকের নিয়োগসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিল করেন। জানা যায়, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর জোয়ারদার পাড়া সরকারি প্রাইমারি স্কুলে শাহনাজ পারভীন শেফালী নামে এক শিক্ষক জাল নিয়োগ দিয়ে চাকরি করে যাচ্ছেন। বেসরকারি হিসেবে স্কুলটি ২০১০ সালের ২২শে ডিসেম্বর প্রতিষ্ঠা করা হলেও ওই শিক্ষিকা বয়স কমানোর জন্য ২০০৭ সালে নিজেকে নিয়োগ দেখিয়ে চাকরি করে যাচ্ছেন। এনিয়ে এলাকাবাসী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয়। 
স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল জানান, স্কুলের জমি রেজিস্ট্র্রি হয় ২০১০ সালের ২২শে ডিসেম্বর। ওই তারিখেই স্কুলটি প্রতিষ্ঠা দেখানো হয়। স্কুলের শিক্ষকদের যোগদানের তারিখ যথাক্রমে ২০১০ সালের ২৭শে ডিসেম্বর ও ২০১১ সালের ৪ঠা সেপ্টেম্বর। ফলে ২০০৭ সালের নিয়োগ সঠিক নয়। গ্রামবাসী নুরুল ইসলাম  জোয়ার্দার জানান, ২০০৭ সালে চাঁদপুর জোয়ারদার পাড়ায় সরকারি বা বেসরকারি স্কুলের কোনো অস্তিত্ব ছিল না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হচ্ছে। তদন্তের পর কাগজপত্র বাছাই করে অপরাধ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status