বাংলারজমিন
সকালে জামিন, সন্ধ্যায় প্রতিপক্ষকে গুলি
ফেনীতে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধসহ আহত ১০
ফেনী প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মানিক নামে এক কিশোর গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে শহরের শাহীন একাডেমি সড়কে এ ঘটনা ঘটলে মধ্যরাতে গোয়েন্দা পুলিশ পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এর আগে ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জ্যাকি ও সাধারণ সম্পাদক সফিউল্লাহ শুভ’র অনুসারীদের সঙ্গে কারাগার থেকে সদ্য জামিনে মুক্তি পাওয়া যুবলীগ নেতা সাব্বিরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে শুভ গ্রুপের মো. মানিক নামে এক কিশোর গুলিবিদ্ধ ও সাব্বিরের অনুসারীদের ১০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ মো. মানিককে (১৬) আহত অবস্থায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক স্থানীয় একটি রড-সিমেন্ট দোকানের কর্মচারী। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। ফেনীতে সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করে।
পুলিশ ও একাধিক সূত্র জানায়, শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার ও রামপুর এলাকার ‘ত্রাস পিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড’ মো. সাব্বির। সম্প্রতি ওই সড়কের ধানসিঁড়ি রেস্তরাঁয় হামলার অন্যতম আসামি হয়ে মো. সাব্বির প্রায় দু’মাস কারাগারে ছিলেন। বুধবার সকালে জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে দুপুরে শহরের পুরারাত পুলিশ কোয়ার্টার এলাকায় তার অনুসারীরা শোডাউন করে। এ সময় শাহীন একাডেমী এমরান মিয়ার কলোনি সংলগ্ন স্থানে জ্যাকি-শুভ’র অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছেন। আহত মো. মানিক জানান, বিএনপি-জামায়াতের অবরোধে সহিংসতা ঠেকাতে ওয়ার্ড যুবলীগের বড়ভাই জ্যাকি ও শুভ’র সঙ্গে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ খবর আসে সাব্বির, শুভ ভাইয়ের অনুসারীদের মাঝে মারামারি হচ্ছে। জ্যাকি ও শুভ ভাইসহ আমরা ১০-১২ জন সেখানে পৌঁছানো মাত্রই সাব্বির আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তখন গুলি এসে আমার ডান হাতে লাগে। এ ঘটনায় যুবলীগ নেতা সফিউল্লাহ শুভ বলেন, ধানসিঁড়ি রেস্তরাঁয় আমার ওপর হামলার অন্যতম আসামি সাব্বির জামিনে মুক্ত হয়ে এসেই আমার ছোট ভাইদের ওপর সশস্ত্র হামলা করেছে। আমার এক কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল বলেন, মানিক নামের এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় রাতে হাসপাতালে আসে। তার ডান হাতে কনুইয়ের ওপর গুলি এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, শাহীন একাডেমী রোডে দু’পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জেলা গোয়েন্দা পুলিশ মধ্যরাতে অভিযুক্ত সাব্বিরসহ তিনজনকে আটক করেছে। ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ফেনী শহরের পাঠানবাড়ি রোডের মাথায় ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা সফিউল্লাহ শুভ’র ওপর ধানসিঁড়ি রেস্তরাঁয় গত ২৯শে সেপ্টেম্বর হামলা করে যুবলীগ নেতা পিটু বাহিনীর সদস্যরা। এ সময় রেস্তরাঁয় প্রকাশ্যে হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন শুভ ও তার মামা ওবায়দুল হক। পরে পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটু ও তার প্রধান সহযোগী যুবলীগ নেতা সাব্বিরসহ ৩১ জনের নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পিটু কারাগারে রয়েছে।