বাংলারজমিন
মৌলভীবাজার-৪
সপ্তমবারের মতো মনোনয়নপত্র দাখিল করলেন শহীদ
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ৭ম বারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ। গতকাল বিকাল সোয়া ৩টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় মনোনয়ন বঞ্চিত কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদসহ দলীয় নেতাকর্মীরা। আব্দুস শহীদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে এবারো মনোনয়ন দেয়া হয়েছে। এর আগেও আমি ৬ বার এমপি ছিলাম। দেশের জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। জনগণের ম্যান্ডেট নিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।