খেলা
বিশ্বকাপের আগে পদত্যাগ করলেন ওয়েলস কোচ
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৮ অপরাহ্ন

৫ই জুন রাতটা ছিল শুধুই ওয়েলসের। বাছাইয়ের প্লে-অফ ফাইনালে ইউক্রেনকে হারিয়ে ৬৪ বছর পর বিশ্বকাপের টিকিট পায় দলটি। গ্যারেথ বেলদের বিশ্বকাপ যাত্রায় ছিলেন না প্রধান কোচ রায়ান গিগস। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ডাগআউট সামলেছেন রবার্ট পেইজ। এবার চূড়ান্তভাবে ওয়েলস দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন গিগস।
২০২০ সালে বান্ধবীকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে রায়ান গিগসের বিরুদ্ধে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে ম্যানইউর সাবেক তারকাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন গিগস। আপাতত জামিনে আছেন গিগস।
পদত্যাগের কথা জানিয়ে গিগস বলেন, ‘অনেক চিন্তার পর আমি ওয়েলস পুরুষ জাতীয় দলের কোচের পদ ছেড়ে দিচ্ছি। দেশের কোচ হওয়া আমার জন্য অনেক সম্মানের এক বিষয়। ’
সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ম্যানচেস্টার ক্রাউন কোর্টে গত ২৪শে জানুয়ারি গিগসের শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে ৮ আগস্ট হওয়ায় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন গিগস।
গিগস বলেন, ‘প্রধান কোচকে ঘিরে কোনো শঙ্কা ও ধোঁয়াশা ছাড়া ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন, কোচিং স্টাফ খেলোয়াড়দের বিশ্বকাপের প্রস্তুতি নেয়াটাই সঠিক পদক্ষেপ। তবে মামলায় দেরি হওয়াটা কারো দোষ নয়। আমি চাইনি, এ মামলার কারণে দেশের বিশ্বকাপ প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হোক।’
গিগসের পদত্যাগপত্র গ্রহণ করে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) এক বিবৃতিতে বলে, ‘ওয়েলসের ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে রায়ান গিগসের দেয়া সময়ের জন্য কৃতজ্ঞতা। ওয়েলস ফুটবলের স্বার্থরক্ষায় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার প্রশংসা করছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৯৬৩ ম্যাচ খেলে ২০১৪ সালে অবসরে যান রায়ান গিগস। আন্তর্জাতিক ফুটবলে ওয়েলসম্যানের খেলা ম্যাচ সংখ্যা ৬৪। সবশেষ ২০১৮ সালে ওয়েলসকে ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে তুলেছিলেন কোচ গিগস।