ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বিএনপি’র গতি বেড়েছে চট্টগ্রামে অলি-গলিতে ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
mzamin

সরকার পতনের একদফা দাবি ও তফসিল বাতিলের দাবিতে কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচিতে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অন্য সময়ের চেয়ে বেশি সরব দেখা গেছে। নগরের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্যসংখ্যক ঝটিকা মিছিল করেছেন তারা। শহরে গণপরিবহন ছিল তুলনামূলক কম। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দলটির ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের নেতৃত্বে দুপুরে নগরের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ আজিজের নেতৃত্বে বন্দর এয়ারপোর্ট রোডে ৩৮নং ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও সি. সহ-সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে নিমতলা বন্দর লিংক রোডে মিছিল অনুষ্ঠিত হয়। দুপুরে উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত  হোসেন ও নুরুল আমীনের নেতৃত্বে ওয়াসা মোড়, আলমাস সিনেমা এলাকায় উত্তর জেলা বিএনপি’র নেতাকর্মী মিছিল করেন। 
মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে লালদীঘি ও আন্দরকিল্লা এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে। পাহাড়তলী পুলিশবিট রেলগেইট এলাকায় মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। মহানগর ম?হিলা দলের সা?বেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটার নেতৃত্বে নগরীর পোর্ট কানেক?টিং রোডে মিছিল করেছে মহিলা দল। এছাড়া খুলশী, জিইসি মোড়, গরীবুল্লাহ শাহ, ডিটি রোড, বায়তুশ শরফ, লালখান বাজার, ওয়াসা মোড়ে পৃথক মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলার  বিভিন্ন উপজেলায়ও অবরোধের সমর্থনে পিকেটিং ও মিছিল হয়েছে।

নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী বলেন, অবরোধের সমর্থনে সকাল ৭টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় মিছিল করার সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সৌরভকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া  সর্বশেষ ২৪ ঘণ্টায় ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা এসএম ইউছুপ আলী, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা আমিন শাকিল, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা নিশাদুল হাসান বাপ্পি, শেখ ফরিদ  ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status