ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

চট্টগ্রামে এজলাসে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৯ নভেম্বর ২০২৩, বুধবার

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন। ২০২১ সালের ২৩শে জানুয়ারি থেকে কারাগারে থাকা মনির খান মাইকেল (৩২) নামের এ যুবকের বার বার জামিন নামঞ্জুর হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।

গতকাল দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। ‘আমাকে জামিন দিচ্ছস না কেন’ বলে চিৎকার করে গালিগালাজ করতে করতে বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে সেই যুবক। মাইকেল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোলাপ খানের পুত্র। ফেসবুকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করায় পুলিশের দায়েরকৃত আইসিটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে  কারা হেফাজতে আছেন।

জানা যায়, আইসিটি মামলায় মাইকেলকে  জামিন শুনানির জন্য সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আনা হয়। দুপুরে বিচারক জহিরুল কবির এজলাসে উঠতেই আসামি মাইকেল বিচারককে লক্ষ্য করে পর পর দুটি জুতা নিক্ষেপ করেন। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মানবজমিনকে বলেন, বিচারক এসে এজলাসে বসার সময় এ ঘটনা ঘটে। মাইকেল বিচারকের দিকে তার পায়ের জুতা খুলে ছুড়ে মারেন ও গালিগালাজ করতে থাকেন। এ আসামির বেশ কয়েকবার জামিন নামঞ্জুর হয়েছে। এ কারণেই হয়তো সে এমন আচরণ করেছে।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status