বিনোদন
ধারাবাহিকে ফিরলেন অনন্ত হীরা
স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবারঅনন্ত হীরা। একাধারে অভিনেতা, নাট্যকার, পরিচালক ও সংগঠক। বর্তমানে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। নিয়মিত নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এখন কাজ করছেন পরিচালক ইদ্রিস হায়দারের সঙ্গে। এ পরিচালক নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘উড়াল পঙ্খী’। নাটকটি শিগগিরই প্রচার হবে মাছরাঙা টিভিতে। এতে একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন অনন্ত হীরা। তিনি বলেন, পরিচালক ইদ্রিস হায়দারের কাজ বরাবরই দারুণ। টিমওয়ার্ক দুর্দান্ত। কাজটি বেশ উপভোগ করছি। আশাকরি দর্শকদেরও ভালো লাগবে। অনন্ত হীরাকে নিয়মিত টেলিভিশনের প্যাকেজ নাটকে অভিনয় করতে দেখা যায়। ধারাবাহিকে সময় খুব কম দেন তিনি। দীর্ঘদিন পর এ নাটকের মাধ্যমে ধারাবাহিকে ফিরলেন। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সময় দিচ্ছেন হীরা। ক’দিন আগে এ অভিনেতা শুটিং শেষ করেছেন পরিচালক সাজ্জাদ জহিরের সরকারি অনুদানের সিনেমা ‘নিশিবক’-এর। একই সিনেমায় অনন্ত হীরা ও তার মেয়ে প্রকৃতি শিকদার অভিনয় করেছেন। বাস্তবের বাবা-মেয়ে পর্দাতেও একই চরিত্রে অভিনয় করেছেন তারা। ছবিটি আগামী বছরে মুক্তি পাবে।