বিনোদন
দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন শাওন চৌধুরী
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:৫৫ অপরাহ্ন
নিজের সংগীত সাধনার সুবর্ণ জয়ন্তীতে ভারতের মুম্বই থেকে ২৪ নভেম্বর মর্যাদাপূর্ণ ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার অর্জন করলেন বাংলাদেশের শুদ্ধধারার সংগীত শিল্পী শাওন চৌধুরী। সংগীতে এটি তার ১২ তম আন্তর্জাতিক পুরস্কার। ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট ফর মিউজিক ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পেয়েছেন। এই শিল্পী বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের আধুনিক গানের একজন সংগীত শিল্পী। এ পর্যন্ত শিল্পীর প্রকাশিত মিউজিক অ্যালবাম ১৪টি, যার মধ্যে অনেকগুলোই ভারত থেকে প্রকাশিত এবং ভারতের শ্রোতামহলে সমাদৃত। নতুন এই আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে শাওন চৌধুরী বলেন, আমি মার্গীয় সুরের একজন সাধক। সাধনাতেই আমার আনন্দ। পুরস্কার আগেও অনেক পেয়েছি। তবে এবারের পুরস্কারটি ভিন্ন। এটি ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পুরস্কার। তাই আমি অভিভূত। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। ভাষার দিক থেকে বৈচিত্র্য রয়েছে এই শিল্পীর গানের। তিনি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, উর্দু এবং ইংরেজী ভাষায় গান রেকর্ড করেছেন। মূলত তিনি আধুনিক গানের শিল্পী হলেও গজল পরিবেশনে পারদর্শিতা অর্জন করেছেন। শাওন চৌধুরীর সংগীত সাধনা শুরু হয় অতি শৈশবে ১৯৭৩ সালে। শৈশবে আদিত্য মোহন দাস, পরবর্তীতে ওস্তাদ বাদল চন্দ এবং সর্বশেষ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেছেন। সংগীত শিল্পীর পাশাপাশি তিনি একজন প্রতিভাবান কবি।