বিশ্বজমিন
বৃটেনে ইমরান খানের সাবেক উপদেষ্টাকে এসিড নিক্ষেপের অভিযোগ
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একজন উপদেষ্টা মির্জা শাহজাদ আকবরের ওপর এসিড হামলা হয়েছে। বৃটেনে তার বাড়ির বাইরে এই হামলা হয় বলে তিনি জানিয়েছেন। এতে তার চোখ রক্ষা পেয়েছে। শরীরে কিছু ক্ষতি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
উল্লেখ্য, ইমরান খানকে গত বছর এপ্রিলে ক্ষমতাচ্যুত করার আগে পর্যন্ত তার উপদেষ্টা ছিলেন মির্জা আকবর। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, একজন ব্যক্তি আমার ওপর এসিড মেরে পালিয়ে যায়। যারা এসব করছে তাদের জন্য আমি ভীত হবো না বা মাথা নত করবো না। তিনি বিবিসিকে বলেছেন, পরিবার নিয়ে পাকিস্তান থেকে বৃটেনে যাওয়ার পর থেকেই অসংখ্য হুমকি পেয়েছেন। এর আগে তার ভাইকে জোরপূর্বক গুম রাখা হয় পাকিস্তানে। তবে কয়েক মাস পরে তাকে ফেরত দেয়া হয়। এসব হুমকির অংশ হিসেবে তার ওপর এসিড হামলা হয়েছে বলে দাবি মির্জা আকবরের।
এর জন্য দায়ী কে, তা বলতে তিনি রাজি হননি। তিনি বলেন, যে রাসায়নিক পদার্থ তার শরীরে ছোড়া হয়েছে তাতে তার হাত এবং মাথায় ক্ষতি হয়েছে। হার্টফোর্ডশায়ার পুলিশের কর্মকর্তারা বলেছেন, রোববার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মনে করা হচ্ছে এসিড নিক্ষেপ করা হয়েছে তার ওপর। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাকে ছেড়ে দেয়া হয়েছে। এটা হতে পারে একটি বিচ্ছিন্ন ঘটনা।