বিবিধ
কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার গৌরবময় সাফল্যের ধারা অব্যাহত
অনলাইন ডেস্ক
(১০ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ৯:৩১ অপরাহ্ন
সদ্য প্রকাশিত ২০২৩ সালের আলিম পরীক্ষার ফলাফলে রাজধানী মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার গৌরবময় সাফল্যের ধারা অব্যাহত। প্রতিষ্ঠানটির ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন (এ প্লাস), ৫৮ জন (এ), ১৬ জন (এ-), ৪ জন (বি) পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১০০%। উক্ত ফলাফলে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মহান রাব্বুল আলামীন ও তার প্রিয় হাবীব দ. এর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা গাউছে যামান আলে রাসুল দ. শাহ সুফী সৈয়াদ মুহাম্মদ তৈয়ান শাহ (রাজ) এর রুহানী ফরজাত ও বর্তমান পৃষ্ঠপোষক হযরতুল আল্লামা শাহ সুফী সৈয়াদ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ.) ও সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ (মা. জি. আ.) এর প্রত্যক্ষ তদারকীর ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠান দেশের শীর্ষ প্রতিষ্ঠানের কাতারে শামিল হতে সক্ষম হয়েছে। পাশাপাশি মাদ্রাসার পরিচালনা পর্ষদ, সম্মানিত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দের প্রতি ধন্যবাদ জানাই।