বিনোদন
সতর্ক করলেন পরিণীতি
বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বেশকিছু ঘটনায় মাঝেমধ্যেই সরব হন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে আবারো একটি ঘটনায় তিনি ক্ষেপে উঠেছেন। তার নাম দিয়ে তৈরি করা একাধিক ফ্যান পেজ অনেক মিথ্যা সাক্ষাৎকার এবং তাকে নিয়ে রটানো বিবৃতিকে সমর্থন করে চলেছে। অভিনেত্রী তাদের সতর্ক করেন এবং বলেন আমি আপনাদের নামে রিপোর্ট করবো। প্রসঙ্গত, ওই ফ্যান পেজগুলোতে বলা হয়েছে, পরিণীতি মান্নারা চোপড়াকে সমর্থন করেছেন। তাতেই ক্ষেপে ওঠেন অভিনেত্রী। যদিও তিনি তার নোটে মান্নারার নাম উল্লেখ করেননি, তবে ভক্তরা ধরে নিয়েছেন যে তিনি মান্নারাকে নিয়েই এমন মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, আমি দেখতে পাচ্ছি ফ্যান পেজগুলো আমার নাম ব্যবহার করে বিভিন্ন শিল্পীদের পক্ষে উদ্ধৃতি দিচ্ছে। এগুলো সবই জাল। আমি কাউকে নিয়ে কোনো সাক্ষাৎকার দেইনি। তাদের অভিনন্দনও জানাইনি বা প্রশংসাও করিনি। আমি দেখছি বিষয়গুলো। এখন আপনাদের বিরুদ্ধে রিপোর্ট করা হবে। প্রথমে আপনারা তথ্য পরীক্ষা করুন। এভাবে কাউকে নিয়ে মন্তব্য করবেন না। ভক্তরা অভিনেত্রীর মন্তব্যেও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, পরিবার হিসেবে প্রিয়াংকা চোপড়াদের সঙ্গে হয়তো তাদের মতপার্থক্য থাকতে পারে। প্রত্যেক পরিবারেই সেসব থাকে। কিন্তু, যখন তার বোন শোয়ে এসেছে, তখন এমনটা বলা ঠিক নয়। প্রসঙ্গত, মান্নারাও সবসময়ই নিজেকে চোপড়া পরিবারের থেকে তার নাম আলাদা করেই রেখেছে।