খেলা
যে আসনে নির্বাচন করবেন সাকিব আল হাসান
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ২৬ নভেম্বর ২০২৩, রবিবার, ৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ সংসদীয় নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা ১ আসনে নির্বাচন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ তাকে এই আসনে নির্বাচন করার জন্য নমিনেশন দিয়েছে।
মাশরাফি বিন মুর্তজা গত নির্বাচনে নড়াইল ২ আসন থেকে নির্বাচন করেছিলেন। এবারও একই আসন থেকে নির্বাচন করবেন তিনি। আগের বারের মতো এবারও খুলনা ৪ আসন থেকে নির্বাচন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি। বাফুফের আরেক সহ সভাপতি কাজী নাবিল আহমেদ নির্বাচন করবেন যশোর ৩ আসন থেকে।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেটের চেয়ারম্যান নাদেল আহমেদ নির্বাচন করবেন মৌলভী বাজার ২ আসন থেকে।