বিনোদন
বেপরোয়া আমিশা
বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, রবিবার‘গদর ২’ ব্লকবাস্টার হতেই আমিশা প্যাটেল একেবারে আকাশে উড়ছেন। তবে সমালোচকরা বলছেন, ‘গদর ২’ ছবির সাফল্যের কারণে আজকাল বেশ অহংকার করছেন নায়িকা। ঠিক এরই মাঝে আমিশার জীবনে নতুন প্রেম এসেছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে বলিপাড়ায় রীতিমতো হইচই পড়েছে। যে ভিডিওটা তার ভাইরাল হয়েছে, সেটি থাইল্যান্ডে তৈরি করা। ভিডিওতে দেখা যায়, সালমান খানের ভাই প্রযোজক ও অভিনেতা আরবাজ খানের সঙ্গে পার্টিতে মজেছেন আমিশা। ভিডিওতে তাদের দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা গেছে। তবে সূত্র বলছে, ভিডিওতে তাদেরকে খুব ঘনিষ্ঠভাবে দেখা গেলেও আরবাজ ও আমিশা নাকি থাইল্যান্ডে গিয়েছিলেন একটি নাইট ক্লাব উদ্বোধন করতে। সেখানেই পার্টিতে গিয়ে বেপরোয়া হয়ে উঠেন নায়িকা। এদিকে বহুদিন ধরেই সিঙ্গেল রয়েছেন আমিশা। ‘গদর ২’র পর বলিউডে তার খুব একটা ছবি নেই। অন্যদিকে, আরবাজের প্রযোজনা সংস্থা বেশ জমেই উঠেছে। ১৯৯৮ সালে মালাইকা অরোরার সঙ্গে বিয়ে হয় আরবাজ খানের। তাদের অফিসিয়ালি ডিভোর্স হয় ২০১৭ সালের ১১ই মে। আরবাজ ও আমিশাকে নিয়ে ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন প্রেমে মজেছেন তারা।