ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

৩৮ দিন পর শুরু প্রিমিয়ার লীগ ফুটবল

স্পোর্টস রিপোর্টার
২১ জুন ২০২২, মঙ্গলবার
mzamin

দীর্ঘ বিরতির পর আজ ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। শুরুর দিনেই মাঠে নামছে শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে তারা খেলবে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে। বসুন্ধরা অ্যারেনায় শেখ রাসেল স্বাগত জানাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ম্যাচ দু’টিতে ফিরছেন ইনজুরি থেকে ওঠা একঝাঁক তারকা ফুটবলার। দু’টি ম্যাচই শুরু হবে বিকাল চারটায়।   
৩৮ দিন বিরতির মাঝখানে বসুন্ধরা কিংসের এএফসি কাপ ও জাতীয় দলের খেলা থাকায় শীর্ষ ফুটবলারদের অবশ্য বিশ্রামের ফুরসত ছিল না। কিংস যেমন তাদের সব খেলোয়াড়কে একসঙ্গে পেয়েছে রোববার। ইনজুরির কারণে তাদের চার ফুটবলার জাতীয় দলের হয়ে মালয়েশিয়ায় যেতে পারেননি। জাতীয় দল তাদের সার্ভিস না পেলেও আজ কিংসের হয়ে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামছেন সুমন রেজা, মতিন মিয়া ও মাশুক মিয়া। তবে এএফসি কাপের সময় গোড়ালিতে চোট পাওয়া তারিক কাজী এখনো পুরো ফিট নন। অন্তত প্রথম ম্যাচে তাঁকে পাচ্ছেন না অস্কার ব্রুজন। রাইট ব্যাক রিমন হোসেন অবশ্য তৈরি। সেন্টার ব্যাকে খালিদ শাফিইর সঙ্গী হতে পারেন বিশ্বনাথ ঘোষ। রহমতগঞ্জের সঙ্গে টেবিল টপার বসুন্ধরা কিংসের ম্যাচটি হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। কিন্তু বন্যার কারণে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। লীগে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস, সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। 
এদিকে দ্বিতীয় লেগে দারুণ ছন্দে থাকা শেখ রাসেল মাঠে ফিরছে শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে। জাতীয় দলের বিরতিতে রাসেলই ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বেশি। হাভিয়ের কাবরেরার ক্যাম্পে গিয়ে চোটে পড়েন হেমন্ত ভিনসেন্ট ও সাদ উদ্দিন। সাদের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। এই লীগে তাকে পাচ্ছেই না শেখ রাসেল। তবে জুলফিকার আহমেদের জন্য স্বস্তির, পুরোদমে অনুশীলনে ফিরেছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ইনজুরি থেকে সেরে ওঠা এই ফুটবলার বলেন, ‘আশা করি, প্রথম ম্যাচ থেকেই আগের ছন্দটা নিয়ে খেলতে পারবো। সেজন্য অনুশীলনে বাড়তি পরিশ্রম করেছি। দ্বিতীয় লেগটা আমরা যেভাবে শুরু করেছিলাম, সেই ধারাটা দল হিসেবেও ধরে রাখার চ্যালেঞ্জ আমাদের’। সেন্টার ব্যাক আইজার আখমাতভকেও পাচ্ছে তারা এই লড়াইয়ে। আখমাতভ কলার বোনে চোট পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন। সেখানে অস্ত্রোপচারও হয়েছিল তার। কিরগিজ এই সেন্টার ব্যাককে বাকি ম্যাচগুলোতে পাওয়া নিয়ে তাই শঙ্কা ছিল। তবে সেই ভয় দূর করে তিনি ফিরেছেন, এ মুহূর্তে অনুশীলনও করছেন নিয়মিত। প্রথম ম্যাচেই তাকে পেতে পারে রাসেল। তৃতীয় স্থানে থাকা শেখ জামালের বিপক্ষে ম্যাচটা তাদের বসুন্ধরা কিংস অ্যারেনায়। জোসেফ আফুসির অধীনে জামাল দ্বিতীয় লেগেই প্রথম হেরেছে। রাসেলের বিপক্ষে এই ম্যাচ জিতলে আবাহনী মাঠে নামার আগে তারা অবশ্য দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে। ১৫ ম্যাচে শেখ জামালের ঝুলিতে আছে ৩০, সমান ম্যাচে দুই নম্বরে থেকে আবাহনীর পয়েন্ট ৩২। ১৫ ম্যাচ শেষে রাসেলের পয়েন্ট ১৫। এই ম্যাচে জামালের জন্য বড় খবর, চোটের কারণে তিন মাস মাঠের বাইরে থাকা ডিফেন্ডার ইয়াসিন খান আজ আবার মাঠে ফিরছেন। গত ফেব্রুয়ারিতে রহমতগঞ্জের বিপক্ষে পায়ে চোট পেয়েছিলেন এই সেন্টার ব্যাক। এরপর খেলতে পারেননি ১১টি ম্যাচ। ইয়াসিন আশা করছেন লীগটা নির্বিঘ্নে শেষ করতে আবার জাতীয় দলে ফেরার দাবিটাও জোরালো করতে পারবে।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status