বিনোদন
ফের একসঙ্গে অমিতাভ-শাহরুখ
বিনোদন ডেস্ক
২১ জুন ২০২২, মঙ্গলবার
দারুণ এক খবর ছড়িয়েছে বলিউডে। আবার নাকি একসঙ্গে দেখা যাবে বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন ও বাদশাহ শাহরুখ খানকে! সেই খুশির খবর আরও বিস্তৃত হলো এটা জানার পর যে, দু’জনকে দেখা যাবে ‘ডন’র সিক্যুয়েলে। এই খবরটি ছড়িয়েছে বিগ বি’র একটি পোস্ট থেকে। অমিতাভ একটি পোস্ট দিয়েছেন শাহরুখের সঙ্গে ছবি দিয়ে। সেটা দেখেই কেউ কেউ একে একে দুই করে ধরেই নিয়েছেন, ফারহান আখতারের আগামী ছবি আদতে ‘ডন থ্রি’।