বিনোদন
তাদের ‘পগ গার্ল’
স্টাফ রিপোর্টার
২১ জুন ২০২২, মঙ্গলবার
গ্রাম থেকে শহরে পড়তে আসা এমি নামের এক তরুণীর প্রেম, সংগ্রাম ও ভুল সিদ্ধান্তের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘পগ গার্ল’ নামের একটি নাটক। নাটকটিতে অভিনয় করছেন ইভান সাইর, সুস্মিতা সিনহা, শাফায়েত দুর্জয়, সহিদ চিশতী, মারিয়া অনন্যা, ইনাইনা এলিজাবেথ, সাজ্জাদ প্রমুখ। আপেল আকবরের গল্পে নাটকটি নির্মাণ করেছেন সাজিন খান।