ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, বুধবার
mzamin

মাদারীপুর জেলার শিবচরে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে মিরজন খালাসী (৪৩) ও আচমত আলী বেপারী (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। ডাকাতি শেষে পালানোর সময় তারা গণপিটুনির শিকার হয় বলে জানা গেছে। অন্য দুইজন পুলিশি হেফাজতে রয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরজন খালাসী শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম আচমত আলী বেপারী (৪৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন বেপারীর ছেলে। এদিকে সকালে সন্দেহজনকভাবে চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। জানা গেছে, সোমবার মধ্যরাতের দিকে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আব্দুল হাকিমের ভাই আব্দুল হালিমের বাড়িতে ৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার- চেঁচামেচি করলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় ডাকাত দলটি। পরে পাশের এলাকার ভ্যানচালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে গিয়ে তুষার নামের এক ভাড়াটিয়াকে ডেকে তুলে। না বুঝেই দরজা খুললে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে তুষার নামের ওই ব্যক্তিকে। 

পরে পাশের ঘরের লোকজনকে ডেকে তুলে ডাকাত দল। পাশের ঘরের গৃহকর্তা বের হলেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে মিরজন ও আচমত আলী বেপারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের এসআই গোলজার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহতাবস্থায় ২ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক মিরজন খালাসীকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আচমত আলী বেপারী মারা যায়। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম বলেন,  ‘ভোর সাড়ে ৫টার দিকে দুইজনকে হাসপাতালে আনে পুলিশ। তাদের মধ্যে একজন আগেই মারা যায়।’ শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) গুলজার আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনি। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। পরে আরও একজন মারা গেছে।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status