বিনোদন
৭১’র গেরিলা যুদ্ধের গল্পে অনন্ত জলিল
স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবারঢাকাই ছবির আলোচিত তারকা অনন্ত জলিলকে সবশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল সে সিনেমা। এ সিনেমাটিও ছিল বেশ আলোচিত। এদিকে এরইমধ্যে ‘নেত্রী, দ্য লিডার’ সিনেমার কাজও অনেকখানি শেষ হয়েছে। সে ছবিত্রে নেত্রীর চরিত্রে দেখা যাবে বর্ষাকে। আর তার বডিগার্ড রূপে দেখা মিলবে অনন্তর। তবে তার আগেই নতুন আরও একটি ছবি নিয়ে আসছেন এ তারকা। ছবির নাম ‘অপারেশন জ্যাকপট’। পরিচালনা করবেন রাজীব বিশ্বাস। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এরইমধ্যে ছবিটিতে অনন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এ সিনেমায় থাকবেন আরও বেশ ক’জন নায়ক। তবে বাকিরা কে কোন চরিত্রে থাকছেন তা এখনো জানা যায়নি। অনন্ত জলিল এ ছবি প্রসঙ্গে বলেন, এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। এমন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি বলে ভালো লাগছে। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটা নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল। অবশেষে এতে চুক্তিবদ্ধ হয়েছি। বেশ বড় আয়োজনের একটি ছবি। আশা করছি ভালো কিছু হবে। সিনেমার কাহিনী আবর্তিত হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। অনন্ত বলেন, এ ছবিটি নিয়েই এখন ভাবছি। এর কাজ ভালোভাবে শেষ করতে চাই। এর বাইরে নতুন আরও দু’তিনটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। সেগুলো সামনে জানাবো।