বিনোদন
‘অটোবায়োগ্রাফি’ আসছে ৩০শে নভেম্বর
স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবারগুণী চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করেছেন এ পরিচালক। ওটিটি প্ল্যাটফরম চরকি প্রযোজিত ফারুকী অভিনীত প্রথম ওয়েব ফিল্মটির নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। নিজের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির প্রযোজনা সংস্থা চরকি জানিয়েছে, আগামী ৩০শে নভেম্বর দর্শকদের জন্য মুক্তি দেয়া হবে ওয়েব ফিল্মটি। ওয়েব ফিল্মটি বুসান ও মুম্বইয়ের দুই গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসাও। এর আগে ‘অটোবায়োগ্রাফি’র পৌনে দুই মিনিটের ট্রেলার প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, একজন নামকরা অভিনেত্রী তিথি এবং নির্মাতা ফারহানের চরিত্রে অভিনয় করেছেন তিশা-ফারুকী! ফারহান-তিথির দাম্পত্য জীবনের পাশাপাশি ট্রেলারে উঠে আসে বারবার ফারুকীর সিনেমা সেন্সর বোর্ডে আটকে দেয়ার বিষয়টিও! অনেকেই দাবি করেছেন, ছবিটি এই তারকা দম্পতির বাস্তব জীবনের গল্প প্রাধান্য পেয়েছে। চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি ফারুকী ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ।