বিনোদন
রাশেদ-অহনার ‘ভাঙ্গা সংসার’
স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
নতুন নাটকে জুটি বেঁধেছেন অহনা রহমান এবং রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘ভাঙ্গা সংসার’। এজি পাম্প নিবেদিত জান্নাত আরা ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নাটকটি আজ লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। নাটকের গল্পে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে।