বিনোদন
ফিরছেন রানী
বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
দীর্ঘ সময় পর ফের বলিউড পর্দায় ফিরছেন রানী মুখার্জি। হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নারী পুলিশ ফ্র্যাঞ্চাইজির দুটি কিস্তিতে অভিনয় করে বাজিমাত করেছেন তিনি। এবার এর দ্বিতীয় কিস্তি ‘মারদানি ৩’ আসতে চলেছে। এই ছবির মাধ্যমেই বলিউডেও ফেরা হচ্ছে তার। যশরাজ ফিল্মস ঘোষণা করেছে, আগামী বছরের ২৭শে ফেব্রুয়ারি হোলির ঠিক আগেই সিনেমাটি মুক্তি পাবে। থ্রিলারধর্মী এই ছবিতে আবারো সাহসী পুলিশ অফিসার শিবানি শিবাজি রায় চরিত্রে ফিরবেন রানী মুখার্জি। ইতিমধ্যে তার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে, যা ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে। অভিরাজ মিনাওয়ালা ছবিটি পরিচালনা করেছে। এর একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে এখন যশরাজের স্টুডিওতে। এর আগে ‘মারদানি’ সিরিজে মানব পাচার ও সিরিয়াল ধর্ষকের বিরুদ্ধে রানীর তীক্ষ্ণ লড়াই লক্ষ্য করা গেছে। এবারো একটি অন্ধকার, ভয়াবহ ও সামাজিকভাবে প্রাসঙ্গিক বিষয় নিয়েই ফিরছে রানী মুখার্জি অভিনীত এই মারদানি ফ্র্যাঞ্চাইজি। যশরাজ ফিল্মসের মতামত অনুযায়ী, এই সিনেমাটি ভালোর সঙ্গে অশুভ শক্তির রক্তাক্ত লড়াইয়ের প্রতীক হবে। আর এই কারণেই মূলত হোলির সময়টাকে বেছে নেয়া হয়েছে।