বিনোদন
শুটিংয়ে অঘটন
বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
মন খারাপ মিমি চক্রবর্তীর। সোমবার ‘রক্তবীজ ২’ এর মিমির অংশের শুটিং শেষ হয়েছে। এতে মিমির সঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও আবির চ্যাটার্জি। জানা গেছে, ‘রক্তবীজ ২’ অনেক বেশি অ্যাকশনে ভরপুর। একদিন শুটিং সেটে ঘটে অঘটন। প্রথমবারের শট ওকে। তারপরই মিমির পা কেটে রক্তারক্তি। শুটিং থামিয়ে সকলে তাকে ঘিরে ধরেছিলেন। মিমি তখনও নির্বিকার।