বিনোদন
‘কতো নম্বর নায়ক সেই বিচার কখনো করিনি’
স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
গেল ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৬টি সিনেমা। বেশির ভাগ সিনেমার প্রচারে হলে হলে ঘুরেছেন নায়ক-নায়িকা এবং সিনেমার কলাকুশলীরা। তবে নিয়মিত হলে ‘বরবাদ’ সিনেমার পরিচালক-প্রযোজকদের দেখা মিললেও আসেননি ছবির নায়ক শাকিব খান। অবশেষে মুক্তির ২১ দিনের মাথায় প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘বরবাদ’ দেখলেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক। সোমবার উত্তরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে উপস্থিত হন তিনি। এ সময় শাকিব বলেন, এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে যা অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে এতদিন সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম। শাকিব বলেন, আমি কতো নম্বর নায়ক সেই বিচার কখনো করিনি। কখনো নম্বর নিয়ে চিন্তিত ছিলাম না। আমি কাজ করে যাই দেশের মানুষের জন্য, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য। চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম। এসেছিলাম তিন মাসের জন্য। চলচ্চিত্রে হয়ে গেছে পঁচিশ বছর! বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, শত্রুও হয়েছে এখানে। এই অভিনেতা বলেন, আপনারা হয়তো ভাবছেন, ‘বরবাদ’ লাস্ট সিনেমা যেটা ১০০ কোটিতে পৌঁছাবে। তবে আমি মনে করি, এটা শেষ নয় বরং শুরু। ‘বরবাদ’ এমন সিনেমা যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখেছে। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরও ভালো করবে। এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক মেহেদী হাসান হৃদয়, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, ইমনসহ অনেকেই।