বিনোদন
প্রেক্ষাগৃহে ‘অন্যদিন’
স্টাফ রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবার
দু’বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে গতকাল মুক্তি পেয়েছে ‘অন্যদিন’ সিনেমাটি। দেশের দর্শক ১১ই জুলাই থেকে প্রেক্ষাগৃহে দেখতে পারবেন কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত সিনেমাটি। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন সিনফন্দেশিওনে জায়গা করে নিয়েছিল ছবিটি। তবে, এর আগে গত ২৪শে জুন সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।