বিনোদন
সবাইকে করদানে উৎসাহিত করলেন অমিত হাসান
স্টাফ রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবার
নিজে কর দিয়ে সবাইকে করদানে উৎসাহিত করলেন ঢাকাই সিনেমার অভিনেতা অমিত হাসান। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে করদানের বিষয়টি জানান এ অভিনেতা। নিজের ভেরিফায়েড আইডি থেকে অমিত হাসান একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে উপ-কর কমিশনারের কার্যালয়ে করদানের সনদ হাতে দেখা যায়। ছবিটি পোস্ট করে অমিত হাসান লেখেন, আমিই প্রথম করদাতা (২০২৫-২০২৬ কর বর্ষে)। আমি কর দিয়েছি আপনিও দেন। অমিত হাসানের করদানের ছবিটি প্রকাশের পর ভক্ত অনুরাগীরা মন্তব্য করে অভিনেতাকে সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিনের তারকা সহকর্মী ওমর সানীকেও তার এই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করতে দেখা গেছে। যেখানে তিনি অমিত হাসানকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রণীত হয়েছে। এবারের বাজেটটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে; যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।