বিনোদন
স্টেজ ও নতুন গানে সরব সালমা
স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
গত ঈদে প্রায় এক ডজন গান নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা। বিভিন্ন গীতিকার-সুরকারের করা এ গানগুলো বেশ কয়েকটি ব্যানারে মুক্তি পায়। এদিকে ঈদের পর সালমার ব্যস্ততা যেন আরও বেড়েছে। নতুন গান, স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সবশেষ ঢাকার একটি স্টেজ শোতে গেয়েছেন তিনি। তার ঠিক আগে গোপালগঞ্জের একটি কনসার্টে সংগীত পরিবেশন করেন। রমজান ও ঈদের পর এখন আবার স্টেজ শো আয়োজন হচ্ছে বিভিন্ন স্থানে। সালমা বলেন, ঈদের পর কয়েকটি শোতে গাইলাম। বেশ ভালো লেগেছে। আসলে স্টেজই তো একজন শিল্পীর ভালোবাসার জায়গা। সেখানে গান গাইতে সব সময়ই ভালো লাগা কাজ করে। এদিকে স্টেজের বাইরে ঈদের পর আরও নতুন দুটি গান প্রকাশ হয়েছে সালমার। গানগুলোর শিরোনাম হলো ‘প্রাণের সুজন’ এবং ‘পরান পাখি’। এর বাইরে নতুন গান রেকর্ডিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ তারকা। সালমা বলেন, নতুন গানের কাজ আমার বছর জুড়েই থাকে। ঈদের ছুটির পর আবার রেকর্ডিংয়ে ফিরেছি। কয়েকটি নতুন গান রেকর্ড করেছি। সামনে আরও কয়েকটি গানে কণ্ঠ দেবো।