ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

আর্থিক প্রতারণা মামলায় মহেশ বাবুকে তলব

বিনোদন ডেস্ক

(১ দিন আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৪ অপরাহ্ন

mzamin

আর্থিক প্রতারণা মামলায় এবার দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে তলব করল ইডি। আগামী ২৭ এপ্রিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। জানা গিয়েছে, হায়দ্রাবাদের রিয়াল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা প্রতারণা মামলাতেই ডাক পড়েছে মহেশ বাবুর। ওই দুই সংস্থার থেকে সম্পত্তি ক্রয় করতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। মাথা গোজার ঠাঁই করতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয়েছে তাদের। পাশাপাশি প্রশ্ন উঠেছে, ওই দুই রিয়াল এস্টেট সংস্থার গড়ে তোলা একাধিক আবাসন নিয়েও। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সেই দুই সংস্থার হয়ে বিজ্ঞাপন করাতেই বিপাকে পড়েছেন দক্ষিণী তারকা। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, সাই সূর্য ডেভেলপারস তাদের বিজ্ঞাপনী দূত মহেশ বাবুকে ৫.৯ কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে ৩.৪ কোটি টাকা দেওয়া হয়। আর বাকি ২.৫ কোটি টাকার লেনদেন হয় নগদে। তদন্তকারীদের সন্দেহ, মহেশ বাবুকে যে নগদ টাকা দেওয়া হয়, সেটা ছিল রিয়াল এস্টেট সংস্থার জালিয়াতি সংক্রান্ত কালো টাকা। গত ১৬ এপ্রিল তদন্তে নেমে হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদের চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। আর তার ফলেই বহু নথিপত্র, লেনদেনের তথ্য, নগদ ১০০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসাররা। এর মধ্যে সুরানা গ্রুপের কাছ থেকে ইতিমধ্যেই ৭৪.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রাহকদের থেকে টাকা তুলেও সম্পত্তি হস্তান্তর করা হয়নি এবং তদন্তে নেমে ইডি জানতে পারে, একই প্লট বার বার বিক্রি করা হয়েছে খদ্দেরদের কাছে। মহেশ বাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই দুই দুর্নীতিগ্রস্থ সংস্থার বিজ্ঞাপনী মুখ হওয়ায় তাকে দেখে বহু মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হয়েছিলেন। আগামী ২৭ এপ্রিল সংশ্লিষ্ট মামলায় জেরার জন্য ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে মহেশ বাবুকে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status