বিনোদন
নয়া লুকে মিম
স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত বছর ‘পরাণ’ ছবিতে তার অভিনয় তার ক্যারিয়ারকে একধাপ উপরে নিয়ে গেছে। ছবিটি গত বছরের সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। দেশের গণ্ডি পেরিয়ে এখন কাজ করছেন টলিউডেও। মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। ছবিটিতে টলিউড সুপারস্টার জিতের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মিম। চরিত্রটির নাম মন্দিরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরা চরিত্রের নয়া লুক সামনে এনেছেন তিনি। এরপরই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। মিম সেখানে পুলিশ অফিসার মন্দিরার বেশে ক্যাপশনে লিখেছেন, মুক্তি প্রতীক্ষিত ‘মানুষ’ এর এক ঝলক। চরিত্র মন্দিরা। এদিকে প্রিয় তারকাকে এমন লুকে দেখতে সন্তুষ্ট তার অনুরাগীরা। মন্তব্যের ঘরে তারা শুভ কামনা জানিয়েছেন মিমকে। প্রসঙ্গত, ‘মানুষ’ সিনেমা প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। জানা গেছে, মিম অভিনীত ছবিটি মুক্তি পাবে এ মাসের ২৪ তারিখ।