বিশ্বজমিন
বিড়াল পালায় কারাদণ্ড বাতিল, রাশিয়ার আদালতে অনন্য নজির
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

বিড়াল পালার কারণে এক অপরাধীর পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করে দিয়েছে রাশিয়ার একটি আদালত। দেশটির সাইবেরিয়ার একটি আদালতের এমন রায় ইতিহাসে নজিরবিহীন।
রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ৪৮ বছর বয়স্ক এক ব্যক্তিকে গুণ্ডামি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত করেছিল আদালত। দেশটির কেমেরোভো শহরে তিনি মাতাল অবস্থায় তার অস্ত্র দিয়ে পথচারিদের ভয় দেখান। পরে পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠায়। সেখানে তিনি তার সকল দোষ স্বীকার করে নেন। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে প্রমাণ পায় আদালত।
দুই মামলায় মোট পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। কিন্তু তারপর বিশেষ কিছু বিবেচনার প্রেক্ষিতে তার কারাদণ্ড মওকুফ করে দেয়া হয়। কারাদণ্ড মওকুফের জন্য আদালত যেসব কারণ উল্লেখ করেছে সেগুলো হচ্ছে, তিনি বিড়াল পালেন, তিনি ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করেছেন এবং তার শারীরিক অবস্থা ভালো নয়।
এর আগে রাশিয়ার ইতিহাসে এমন নজির আর দেখা যায়নি। রাশিয়ার ক্রিমিনাল ল-তেও বিড়ালের মালিক হওয়ার জন্য সাজা মওকুফের কথা উল্লেখ নেই। শুধুমাত্র অপরাধীর সন্তানের দেখাশুনার মতো কেউ না থাকলেই এমন সুযোগ দেয়া হয়।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]