কলকাতা কথকতা
করোনার নতুন ভ্যারিয়েন্টকে দ্রুত চিহ্নিত করতে হবে: মোদি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ এপ্রিল ২০২২, বুধবার, ৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৫ অপরাহ্ন

দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার দুপুরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের বলেন, করোনা ভারতের জন্য এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টগুলোকে দ্রুত চিহ্নিত করতে হবে। তিনি রাজ্যগুলিকে নির্দেশ দেন পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর জন্যে। করোনা কোথায় বাড়ছে তা চিহ্নিত করার জন্য। মোদি জিনোম সিকোয়েন্সিতে জোর দেন। বয়স্কদের বুস্টার ডোজ ও শিশুদের ভ্যাকসিন দেওয়ার ওপরে জোর দেন। প্রধানমন্ত্রী জানান, দেশে ৬ থেকে ১০ বছরের শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হচ্ছে।