ঢাকা, ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জীবনেও রাজনীতি করবো না, বলেছিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৭ অপরাহ্ন

mzamin

এবারের ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ২ জয় পায় বাংলাদেশ। এ নিয়ে চারদিক থেকে চরম সমালোচনার মুখে পড়েন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এর মধ্যে তিনি এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাগুরার ১, ২ ও ঢাকা ১০ আসনের মনোনয়ন ক্রয় করলেন। অথচ বছর দশেক আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব জীবনে কখনো রাজনীতে না জড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

২০১৩ সালের ১৪ই সেপ্টেম্বর সকাল ১০.১৪ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে সাকিব লেখেন, ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই।’

সেবার বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের অনুরোধে এক রাজনৈতিক অনুষ্টানে যোগ দিয়েছিলেন সাকিব। এরপরই তার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়ায়। তখন নিজের অবস্থান ব্যাখা করতে তিনি এই স্ট্যাটাস দেন। তবে এক দশকের বেশি সময় পর নিজের অবস্থান বদলাতে দেখা গেলো তাকে।  

পাঠকের মতামত

সাকিব হলো সুবিধা বাদি লোক জখন যে সুযোগ আসে সেটাই কাজে লাগিয়ে দেয়

মোঃমাজু আহমেদ
২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ৪:৪২ পূর্বাহ্ন

তখন সে জানতনা তার ক্যরিয়ারের সব ইনকাম রাজনীতীর ৬ মাসের ইনকামের সমান

জোবাইর
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:০২ অপরাহ্ন

একজন অসুস্থ রাজনীতিবিদ পাবে বঙ্গদেশের জনগণ।

kamal uddin
১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ১১:৫০ অপরাহ্ন

এক মহা মনীষীও বলেছিলেন যে তিনি জীবনেও হরতাল দিবেননা। তিনি এটাও বলেছিলেন যে চিরজীবনের জন্যই তিনি তত্বাবধায়ক সরকার চান। সাকিব সঠিক দলেই যোগ দিয়েছেন।

annad
১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ৮:০৪ অপরাহ্ন

দরিদ্রতা মানুষের চরিত্র হরণ করে। এর ক্ষেত্রেও তাই হইছে। এর দরিদ্রতা না বুঝলে সমস্যা আপনার।

শওকত আলী
১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ৭:৩৬ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status