খেলা
বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজ
স্পোর্টস রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবার
দেশের মাটিতে প্রথমবার আন্তর্জাতিক সিরিজের আয়োজন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। মঙ্গলবার ও বুধবার আর্মি স্টেডিয়ামে নেপালের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবেন লাল সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার দুই ম্যাচ হবে সেভেন এ সাইড এবং পরদিন একটি ম্যাচ হবে ফিফটিন সাইড। তিন ম্যাচের মধ্যে সর্বাধিক পয়েন্ট পাওয়া দলটিই চ্যাম্পিয়ন হবে। ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন নেপালের খেলোয়াড়রা। দুই দিনের বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে দশ লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক হামিম গ্রুপ দিচ্ছে সাত লাখ টাকা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি। সিরিজ জেতার বিষয়ে প্রত্যয় রেখে যুগ্ম সম্পাদক ও দলের ম্যানেজার মো. সাঈদ বলেন, ‘এর আগে ২০১৫ ও ২০১৭ সালে এশিয়ান রাগবিতে আমরা নেপালের বিপক্ষে দুবারই জিতেছিলাম। আশাকরি এবারো জিতবো।’ সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘এই সিরিজ এশিয়ান রাগবি ইউনিয়নের স্বীকৃতি পেয়েছে।