শিক্ষাঙ্গন
স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ১২:১৫ অপরাহ্ন
সরকারি-বেসরকারি স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৮ই নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন ও রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা।
বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ১৮ই নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। আবেদনের পর ওইদিন রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, অনেক অভিভাবক আমাদের জানিয়েছেন, তারা বিভিন্ন ইস্যুতে আবেদন করতে পারেননি। সে কারণে অনলাইনে আবেদনের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।