কলকাতা কথকতা
পার্কস্ট্রিট থেকে দুই বাংলাদেশি সন্দেহভাজন গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৩, রবিবার, ১:২৯ অপরাহ্ন
দু’জনের সঙ্গেই ছিলো না পাসপোর্ট কিংবা ভিসা। পার্কস্ট্রিট থেকে গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি যুবকের সঙ্গে জঙ্গি যোগ নিয়ে তদন্ত শুরু করেছে সিকিউরিটি কন্ট্রোল। যে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের নাম মোহাম্মদ আরমান হাসান এবং মোহাম্মদ আবু তাহের। আরমানের বাড়ি বরিশাল, তাহের ঢাকার বাসিন্দা। কিভাবে তারা বিনা পাসপোর্ট-ভিসাতে ঢুকে গেল কলকাতায় তাই নিয়ে তদন্ত চলছে। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই কলকাতার হরিদেবপুরে বাংলাদেশিদের একটি নিষিদ্ধ ডেরায় অভিযান চালিয়ে পুলিশ অনেক নিষিদ্ধ বস্তু পেয়েছিলো। তাতে গ্রেপ্তার হয় তিনজন।