কলকাতা কথকতা
দীপাবলিতে অযোধ্যা নাম তুললো গিনেস বুকে, আলোর বন্যায় দেশজুড়ে কালিমা দূরের আহ্বান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৩, রবিবার, ১২:২৪ অপরাহ্ন
আজ কালীপুজা। দীপ উৎসবে আলোর বন্যায় ভাসছে ভারত। এই অবকাশে বাইশ লক্ষ কুড়িহাজার দিয়া জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললো অযোধ্যা। রাম কি পিয়ারীর একান্নটি ঘাটে এই দীপ ভাসিয়ে দেওয়া হয়। পঁচিশ হাজার স্বেচ্ছাসেবক দিয়া গুলি ভাসিয়ে দেয় সরোজু নদীর জলে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উৎসবের সূচনা করেন, ৫৪ দেশের প্রতিনিধিরা ছিলেন এই অনুষ্ঠানে।
১৩০ টি দেশে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হয়। রাশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা ও নেপাল থেকে আসা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। ২০১৭ সালে বিজেপি যখন বিধানসভা নির্বাচন জিতে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে তখন যোগী আদিত্যনাথ এক লক্ষ একাত্তর হাজার দিয়া ভাসিয়েছিলেন সরোজুর জলে। এখন তা প্রায় বাইশ লক্ষের বেশি। দীপের আলোয় উদ্ভাসিত হয় সরোজুর তীরের ৫১টি ঘাট। আজ কালীপুজা আর দেওয়ালি পালিত হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে। কলকাতায় বড় বড় মণ্ডপে দেবী শ্যামার আরাধনা। ভারতের অন্য জায়গায় দেওয়ালির সমারোহ। দীপশিখায় অমানিশার অন্ধকার দূর করার আহ্বান।