কলকাতা কথকতা
ইডেনে রোলিং স্টোন খ্যাত মাইক জাগার সেমিফাইনালেও হাজির থাকবেন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১০ মাস আগে) ১২ নভেম্বর ২০২৩, রবিবার, ১১:০৪ পূর্বাহ্ন
ষাট-সত্তরের দশকে তিনি এবং তার ব্যান্ড পৃথিবী মাতিয়ে দিয়েছিলো রক গান দিয়ে। বিশ্ববিখ্যাত বিটলসদের সঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারিত হতো তার নাম। রোলিং স্টোনস খ্যাত সেই মাইক জাগারকে দেখে ইডেনের দর্শকরা শনিবার চমৎকৃত হন। তার সেই বিশ্ব কাঁপানো গান - আই ক্যান্ট এবং পেন্ট ইট ব্ল্যাক কেউ ভুলতে পারেনি। মাইক জাগারকে ইডেনের ভিআইপি বক্সে দেখে চমকে যান দর্শকরা। ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। দেখবেন ইডেনে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালও। সিএবি কর্তারা অভিভূত জাগারের এই ক্রিকেট প্রিয়তায়। সিএবির সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ ছবি তোলেন তার যৌবনের হিরোর সঙ্গে। বয়সের পলিমাটি পড়েছে শরীরে, আশির ওপর বয়স। কিন্তু উৎসাহে ভাঁটা নেই। বাবর আজমদের বিরুদ্ধে ইংল্যান্ডকে ম্যাচ জিততে দেখে সিটি দেন। সাদা কালো প্রিন্টের শার্ট আর মাথায় হ্যাট পরা জাগারকে রোলিং স্টোনস এর সেই সোনালি দিনের মতোই লাগছিলো। রোলিং স্টোনস গাদার নো মসেস- কিন্তু মিক জাগার কুড়িয়ে নিলেন ইডেনের ভালোবাসা।