কলকাতা কথকতা
আজ ইডেনে মুখোমুখি হতে পারেন মমতা-অমিত শাহ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৩, রবিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আজ মুখোমুখি হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারের ম্যাচ উপলক্ষে সিএবি যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে সেই তালিকায় এদের নাম আছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এর সচিব জয় শাহর বাবা অমিত শাহ ইডেনর ম্যাচ দেখতে আসছেন বলে জানা যাচ্ছে। আসতে পারেন মমতাও। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে বিপরীত মেরুতে থাকা মমতা ও অমিত শাহকে মিলিয়ে দেবে ক্রিকেট। রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এই ম্যাচে। তিনি ইডেনের টিকিটের কালোবাজারির প্রতিবাদে সিএবি’র পাঠানো চারটি সৌজন্য টিকিট প্রত্যাখ্যান করেছেন। তার বদলে তিনি রাজভবনের লনে সর্বসাধারণের জন্য জায়ান্ট স্ক্রিন বসিয়ে দিছেন। লনের দরজা খুলে দিচ্ছেন বেলা ১২টায়। সিএবি’র পরিকল্পনা আছে ম্যাচের বিরতির সময় মমতা বন্দোপাধ্যায়ের হাত দিয়ে বিরাট কোহলিকে একটি সোনার ব্যাট উপহার দেয়ার। সবটা অবশ্য নির্ভর করছে আইসিসির অনুমোদনের ওপর।