কলকাতা কথকতা
বিশ্বকাপে আর খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া, ডেকে নেয়া হলো প্রশিদ কৃষ্ণকে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ নভেম্বর ২০২৩, শনিবার, ১১:১১ পূর্বাহ্ন
শনিবার সকালেই দুঃসংবাদটি পৌঁছালো ভারতীয় শিবিরে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পাওয়া হার্দিক পান্ডিয়া আর বিশ্বকাপে খেলতে পারবেন না। তার চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ক্রিকেট একাডেমিতে। সেখানে চিকিৎসকরা হার্দিককে বিশ্বকাপের জন্য আনফিট ঘোষণা করেছেন। ভারতীয় দল এই খবরটি পাওয়ার পরই প্রশিদ কৃষ্ণকে কলকাতায় উড়িয়ে আনার ব্যবস্থা করেছে। আইসিসি'র কাছেও হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে প্রশিদ কৃষ্ণর নাম জানানো হয়েছে। হার্দিক ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন এইরকম একটি ধারণার মাঝেই এই সংবাদ। সেমিফাইনালে হার্দিককে খেলানো হবে এমন পরিকল্পনাই ছিল টিম ইন্ডিয়ার। তবে সেই ধারণা মার খেলো।