বিনোদন
‘খুব চেষ্টা করছি শক্ত থাকতে’
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৫ অপরাহ্ন

সংসার ভাঙার গুঞ্জনকে হালকা করে বৃহস্পতিবার রাতে ওমর সানী তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, এক টেবিলে বসে খাচ্ছেন সানী, মৌসুমী, তাদের ছেলে ফারদিন, মেয়ে ফাইজা, ফারদিনের স্ত্রীসহ আরও কয়েকজন। সেই ছবির ক্যাপশনে সানী লেখেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ছবি আর এমন ক্যাপশনে ভক্ত-শুভাকাঙ্ক্ষিরা অনুমান করেন সানী-মৌসুমীর সম্পর্কের দূরত্ব ঘুচেছে, শুভেচ্ছা-শুভ কামনা জানান তারা। এদিকে এই দূরত্ব ঘুচাতে হয়তো মানসিকভাবে এখনও বেশ বেগ পেতে হচ্ছে মৌসুমীকে। এমনটাই অনুমান করা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এলো চুলের একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল।