কলকাতা কথকতা
মোদি-অমিত শাহ’র বাড়িতে আম পাঠালেন মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন
রাজনীতিতে বিরোধিতা থাকেই। কিন্তু তার জন্য সৌজন্যের অভাব হবে কেন? সৌজন্যের পরাকাষ্ঠা দেখিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে পৌঁছালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আম। চার রকমের আমের কেস গেছে প্রধানমন্ত্রীর বাড়িতে। বাংলার হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ আর আমারোপালি। শুধু মোদির বাড়িতে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছেও গেছে মমতার আম। রাজধানী দিল্লির দুশো রাজনৈতিক নেতার কাছে গেছে এই সৌজন্যের উপহার। এদিকে রাজধানী দিল্লিতেই শুরু হয়েছে বেঙ্গলি ম্যাংগো ফেস্টিভ্যাল। বাংলার রকমারি আম নিয়ে এই আম দরবার। এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে নবাব সিরাজদ্দৌল্লার প্রিয় কোহিতুর আমও। দুষ্প্রাপ্য এই আম বিক্রি হয় বারোশো-তেরোশো টাকা কেজিতে।