কলকাতা কথকতা
কলকাতার মিরর ম্যানকে চিনে নিন, শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ বিপরীত দিকে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৮ অপরাহ্ন

প্রতীকী ছবি
শরদিন্দু বন্দোপাধ্যায়ের সজারুর কাঁটায় ব্যোমকেশ এমন। একজন মানুষের সন্ধান পেয়েছিল যার হার্ট ছিল ডানদিকে। আর সেই কলকাতায় এমন একজন মানুষের সন্ধান পাওয়া গেল যার সব অঙ্গপ্রত্যঙ্গই শরীরের বিপরীত দিকে। হার্ট, লিভার, অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, যকৃত সবই। পরিভাষায় এটিকে বলে, সায়টাস ইনভার্সাস টোটালিস। প্রতি ২০ হাজার জনের একজনের দেহে এই অবস্থা দেখতে পাওয়া যায়। কসবার ৩৪ বছরের যুবক অপূর্ব কুমার গোস্বামী পেটের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। স্ত্রী অমৃতা আমরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার দেহে এই অসংগতি দেখে চমকে ওঠেন। গলব্লাডারের স্টোন অপারেশন করতে গিয়ে তাদের চোখ কপালে ওঠে। আয়না মানুষ, তাও আবার এই খোদ কলকাতায়।