কলকাতা কথকতা
নূপুর শর্মাকে কার্যত ফেরার ঘোষণা করলো মহারাষ্ট্র পুলিশ, উধাও বিজেপি নেত্রী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৯ অপরাহ্ন

চারদিন ধরে দিল্লিতে ঘাঁটি গেড়ে নূপুর শর্মার খোঁজে তন্নতন্ন করে শহর তোলপাড় করেও বিজেপি নেত্রীর দেখা পেলো না মহারাষ্ট্র পুলিশ। কার্যত তারা নূপুর শর্মা ফেরার এই কথাই জানালো। হযরত মুহাম্মদ(সা.) সম্পর্কে আপত্তিকর উক্তি করায় নূপুরকে গ্রেপ্তার করার জন্য পরওয়ানা নিয়ে হাজির হয়েছিল মুম্বই পুলিশের একটি দল। কিন্তু, নূপুরের সন্ধান মেলেনি। বিজেপির সদর দপ্তরেও গিয়েছিল দলটি। কিন্তু, সেখানেও তারা নূপুর শর্মার গতিবিধির হদিশ পায়নি। ২০ জুনের মধ্যে নূপুরকে কলকাতায় হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। নূপুর যদি না কলকাতায় উপস্থিত হন তাহলে মহারাষ্ট্রের পথেই কি হাঁটবে কলকাতা? কলকাতা পুলিশের এক মুখপাত্র বলেন, আগে তো কুড়ি জুন আসুক। তারপর এই নিয়ে কথা বলা যাবে। জানা গেছে যে, মুম্বই বা কলকাতায় নূপুর শর্মার প্রতিনিধিত্ব করতে পারেন তাঁর আইনজীবী। কিন্তু, নূপুর কি ম্যাজিক এর মত ভ্যানিশ হয়ে গেলেন? অনেকেই বলছেন, বিজেপি তাদের সাসপেন্ডেড নেত্রীকে লুকিয়ে রেখেছে আপাতত যতদিন না ক্ষোভের আগুন নেভে।