ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

১১ বছর অনলাইনে টিউশন সেবা দিচ্ছে কেয়ারটিউটরস

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৭:৩০ অপরাহ্ন

mzamin

অনলাইনে টিউশন খোঁজার প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস তাদের পথ চলার ১২ বছরে পদার্পণ করলো। একইসঙ্গে প্রতিষ্ঠানটি তাদের নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে। ১৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার আজমপুরে নিজস্ব অফিসে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ারটিউটরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাসুদ পারভেজ রাজু। তিনি কেয়ার টিউটরসের যাত্রার বিষয়ে বলেন, একটি পুরোনো ল্যাপটপ, পুরোনো মোবাইল ফোন আর অল্প কিছু নগদ অর্থ নিয়ে শুরু করলেও সবার দোয়া এবং শুভ কামনায় ধাপে ধাপে সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে কেয়ারটিউটরস। আমাদের কাজের পরিধি এবং লোকবল বৃদ্ধি পাওয়ায় নতুন অফিস নিতে হয়েছে। এটাও সফলতার একটি ধাপ। তিনি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অনলাইন টিউশন প্ল্যাটফর্মে কেয়ারটিউটরস শীর্ষস্থান দখল করে আছে। আমার বিশ্বাস সবার প্রচেষ্টায় আগামীতেও এটি বজায় থাকবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কেয়ারটিউটরস’র বর্তমান সফলতার চিত্র তুলে ধরেন। ঢাকাসহ দেশের ১২টি শহরে ১৩টি ক্যাটাগরির টিউশন নিয়ে চলছে কেয়ার টিউটরস’র বর্তমান কার্যক্রম। বর্তমানে কেয়ারটিউটরসের প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তিন লাখেরও বেশি টিউশন প্রত্যাশী বা টিউটর। এর পাশাপাশি ৯০ হাজারের ওপরে রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থী। এ পর্যন্ত কেয়ারটিউটরস’র অ্যাপটি ডাউনলোড হয়েছে এক লাখেরও বেশিবার। 

জানা গেছে, করোনার সময় বেশিরভাগ শিক্ষার্থী অনলাইনে পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতো। আর অফলাইনে করোনাভীতির কারণে তুলনামূলক কম উপস্থিতি ছিল। করোনার সময় শিক্ষার্থী অনলাইনে পড়তে চাইলেও বর্তমানে অভিভাবক ও শিক্ষার্থী উভয়ই চান টিউটর সরাসরি পড়াক। অনলাইনে পড়ালেখার জন্য জুম এবং গুগল মিট প্ল্যাটফর্মের টিউটর এবং শিক্ষার্থী উভয়ই অভ্যস্ত। অনডিমান্ড কোনও টিচার দেওয়া হয় কিনা জানতে চাইলে কর্তৃপক্ষ জানান, কেউ চাইলে অবশ্যই অনডিমান্ড টিউটর নিতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। একাডেমিক বিষয় ছাড়াও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আরবি, ড্রয়িং, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, ভাষা শিক্ষা এবং পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট-সহ মোট ১৩ ক্যাটেগরিতে টিউটর খুঁজে নিতে পারবেন।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status