ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

ঢাবি’র সিসিআরএস’র পরিচালক পদে নিয়োগ পেলেন অধ্যাপক হাসান এ শাফী

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ৬:১২ অপরাহ্ন

mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান  হাসান এ শাফীকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কালচারাল এন্ড রেসিলিয়েন্স স্টাডিজ (সি.সি.আর.এস.) এর পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। অধ্যাপক হাসান শাফী নৃবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় হতে নৃবিজ্ঞান ও হিউম্যান ইকোলজি বিষয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন, অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন ইস্যুতে জাতিসংঘসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত গবেষণা ও  প্রকাশনা করে আসছেন। পরিবেশ নৃবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জার্নাল প্রবন্ধ, বইয়ের অধ্যায় ও বইসহ তার পঞ্চাশেরও অধিক আন্তর্জাতিক ও জাতীয় প্রকাশনা রয়েছে। পরিবেশ, জলবায়ু, নৃতাত্ত্বিক পরিচিতি, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে গবেষণা, নীতি নির্ধারণ এবং প্রায়োগিক চর্চা সংক্রান্ত বিষয়াদি অধ্যয়নের মাধ্যমে একটি সহনক্ষম জাতি গঠনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে সেন্টার ফর কালচারাল এন্ড রেসিলিয়েন্স স্টাডিজ প্রতিষ্ঠিত হয় ।
 

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status