কলকাতা কথকতা
লালবাজার’র লক আপ-এ বিষ পানে আত্মহনন চেষ্টা চার চাকরিপ্রার্থীর
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৭ জুন ২০২২, শুক্রবার, ১:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন
এরা সবাই স্কুল সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এদের বাদ দিয়ে মন্ত্রী আমলার বরপুত্র কন্যারা চাকরি পেয়ে যান তালিকায় নাম না থাকা সত্ত্বেও। ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এদের শান্তিপূর্ণ অবস্থান চলছিল সত্তর দিনেরও বেশি দিন ধরে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ রীতিমতো লাঠি উঁচিয়ে এই অবস্থান ভেঙে দেয়। মোট সাতাত্তর জনকে তারা গ্রেপ্তার করে। এরমধ্যে চারজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে লালবাজার সেন্ট্রাল লকআপের বাথরুমে। চারজনই ফিনাইল খেয়েছিল বলে জানা গেছে। চারজনকেই এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দুজনের অবস্থা আশংকাজনক বলে জানায়। খবর পেয়েই বাম নেতারা ছুটে যান হাসপাতালে।