ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

লালবাজার’র লক আপ-এ বিষ পানে আত্মহনন চেষ্টা চার চাকরিপ্রার্থীর

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

(১ বছর আগে) ১৭ জুন ২০২২, শুক্রবার, ১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন

এরা সবাই স্কুল সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এদের বাদ দিয়ে মন্ত্রী আমলার বরপুত্র কন্যারা চাকরি পেয়ে যান তালিকায় নাম না থাকা সত্ত্বেও। ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এদের শান্তিপূর্ণ অবস্থান চলছিল সত্তর দিনেরও বেশি দিন ধরে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ রীতিমতো লাঠি উঁচিয়ে এই অবস্থান ভেঙে দেয়। মোট সাতাত্তর জনকে তারা গ্রেপ্তার করে। এরমধ্যে চারজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে লালবাজার সেন্ট্রাল লকআপের বাথরুমে। চারজনই ফিনাইল খেয়েছিল বলে জানা গেছে। চারজনকেই এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দুজনের অবস্থা আশংকাজনক বলে জানায়। খবর পেয়েই বাম নেতারা ছুটে যান হাসপাতালে।

বিজ্ঞাপন
অভিযোগ, তাঁরা কোনও খবরাখবর পাননি। এস এস কে এম থেকে ময়দান থানা, সেখান থেকে লালবাজার ছুটে যান সি পি এমের ফায়ারব্র্যান্ড নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী অভিযোগ করেন, তাঁকে কোনও খবর দেওয়া হয়নি। মানবজমিনকে মীনাক্ষী জানান, তিনি ভোর ছয়টা পর্যন্ত ছোটাছুটি করে যারা বিষ পান করেছে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ব্যার্থ হন। সিপিএম এসএসসি চাকরি প্রার্থীদের ওপর পুলিশের নিগ্রহ এবং বিষপানে আত্মঘাতী হওয়ার চেষ্টা নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে বলে মীনাক্ষী জানিয়েছেন। এস এস কে এম হাসপাতালের সামনে এখন চাকরিপ্রার্থীদের স্বজনরা ভিড় জমিয়েছেন। তাঁরা শুধু জানতে চান যে অসহায় চাকরিপ্রার্থীরা ভালো আছেন কিনা। কিন্তু তাঁদের নিবেদন কংক্রিটের জঙ্গলে আছড়ে পড়ছে মাত্র। সদুত্তর মিলছে না।       
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status