ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

জেসিআই টিওওয়াইপি অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করলেন সাইফুল ইসলাম

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৩, বুধবার, ৪:১৩ অপরাহ্ন

mzamin

“জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) ২০২৩ অ্যাওয়ার্ড” অর্জন করেছেন “ইংলিশ থেরাপি”’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সাইফুল ইসলাম। “আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন পারসোনাল অ্যাকমপ্লিশমেন্টস” শীর্ষক ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেন। সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।

নৈতিক ও দূরদর্শী নেতৃত্ব গুণাবলী চর্চার মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমন ১০ জন তরুণ ব্যক্তিত্বকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়। সমাজে তাদের অসাধারণ অবদান ও অনবদ্য ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

ইংরেজি ভাষার অনন্য প্রশিক্ষক ও প্রতিশ্রুতিশীল তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার শিক্ষামূলক কনটেন্ট ইতোমধ্যে ১০ মিলিয়িনের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে গিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, আর এই সংখ্যাটি আরো বেড়ে চলেছে। সকল বয়সী শিক্ষার্থীর জন্য ইংরেজি ভাষা শিক্ষার অনবদ্য প্ল্যাটফর্ম “ইংলিশ থেরাপি”। তরুণ শিক্ষার্থীদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তাদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে প্রতিষ্ঠানে সাবলীল ও গঠনমূলক পরিবেশ নিশ্চিত করা হয়। ইংলিশ থেরাপি’তে বিস্তৃত পরিসরে অনলাইন ও অফলাইন কোর্স করার সুযোগ রয়েছে। এমনকি এখানে ব্যক্তির নিজস্ব পছন্দ অনুযায়ী এক্সক্লুসিভ রেসিডেনশিয়াল প্রোগ্রামেরও ব্যবস্থা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক অনেক শিক্ষার্থীই ইংলিশ থেরাপির নির্দেশনা মেনে প্রত্যাশা অনুযায়ী আইইএলটিএস স্কোর অর্জন করছেন। এই অ্যাওয়ার্ড সাইফুল ইসলামকে তরুণদের সামনে একজন আদর্শ ও অনুপ্রেরণাদানকারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করবে।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status